নতুন বছরে ডেভিড ওয়ার্নারের দুঃখ ভোলাচ্ছে দারুণ এক সুখবর।
নতুন বছর শুরু হওয়ার ঠিক আগে দিয়ে দারুণ একটা সংবাদ পেয়েছেন ডেভিড ওয়ার্নার। আবারও মা হতে চলেছেন তাঁর স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার। গত মার্চে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে ফেঁসে নিষিদ্ধ হওয়ার ঠিক পরপরই গর্ভের সন্তান নষ্ট হয়েছিল ক্যান্ডিসের। নতুন করে বাবা হতে যাওয়ার খবরটি তাই অস্ট্রেলিয়ার সাবেক সহ অধিনায়কের জন্য বড় সুসংবাদই।
২০১৮ সালটা ওয়ার্নার পরিবারের জন্য ছিল ভুলে যাওয়ারই। মার্চে ডেভিড ওয়ার্নার বল টেম্পারিং-কাণ্ডে অভিযুক্ত হয়ে ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হলেন। কঠিন সে সময়টা আরও কঠিন হয়ে যায় স্ত্রী ক্যান্ডিসের গর্ভপাতে। ২০১৮ সালের শেষ সন্ধ্যায় সুখবরটা প্রকাশ করে যেন দুঃসহ বছরটাকে বিদায় দিলেন ক্যান্ডিস।
এক টুইট বার্তায় ক্যান্ডিসের ঘোষণায় মিশে ছিল হাঁপ ছেড়ে বাঁচার স্বস্তি, ‘আপনারা এ বছর আমাদের কঠিন সময়ে যে ভালোবাসা ও সমর্থন দিয়ে গেছেন সে জন্য আমরা দুজনই দারুণ কৃতজ্ঞ। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাচ্ছি যে ২০১৯ সালে আমাদের ৪ জনের পরিবার পাঁচজনে পরিণত হতে যাচ্ছে।’ ওয়ার্নার দম্পতির দুই সন্তানের নাম আইভি মায়ে ও ইন্ডি রায়ে।
নতুন করে বাবা হওয়ার খবরটি ডেভিড ওয়ার্নার এমন একটি সময়ে পাচ্ছেন যখন মার্চের বল টেম্পারিং-কাণ্ডের মূল হোতা হিসেবে তাঁকে চিহ্নিত করার একটা চেষ্টা চলছে। একই সঙ্গে বল টেম্পারিং-কাণ্ডে ফেঁসে যাওয়া অধিনায়ক স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট বল টেম্পারিংয়ের পুরো ঘটনার পরিকল্পনাকারী হিসেবে ডেভিডের নাম বলেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তেও ঘটনার পরিকল্পনাকারী বলা হচ্ছে তাঁকেই। বড় দুঃসময়ে বাবা হওয়ার খবরটি যেন তাঁর কাছে তপ্ত আবহাওয়ায় এক পশলা বৃষ্টির মতোই শান্তি ও উপভোগের।