২০০ টাকায় বিপিএলের টিকিট

২০০ টাকায় বিপিএলের টিকিট।

আগামী শনিবার থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টি-টোয়েন্টি ফরম্যাটের এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলাগুলো দেখা যাবে ২০০ টাকায়।
বৃহস্পতিবার শুরু হবে টিকিট বিক্রি। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে মিরপুর শেরেবাংলার ইনডোর এবং স্টেডিয়ামের ১নং গেটের বুথ থেকে সরাসরি টিকিট কেনা যাবে।
সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের টিকিট পাওয়া যাবে আগামী ১৪ জানুয়ারি। সিলেট বিভাগীয় স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে টিকিট কেনা যাবে।
২৪ জানুয়ারি চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম বুথ এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বুথ থেকে টিকিট কেনা যাবে।
এছাড়া ইউক্যাশ এবং সহজ ডটকমের মাধ্যমেও টিকিট কেনা যাবে।
বিপিএলের গ্রুপ পর্বের খেলার টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । গ্যালারির টিকিটের মূল্য ২০০ ও ৩০০ টাকা। ক্লাব হাউস ৫০০টাকা, ভিআপি স্ট্যান্ড ৫০০টাকা। গ্রান্ড স্ট্যান্ড ২ হাজার টাকা।
এলিমেনিটর-কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার এবং বিপিএলের ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য পরবর্তীতে জানানো হবে। বিসিবির মেইল বার্তায় এমনটি জানানো হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.