জামালপুরে এসএসসি পরীক্ষার্থীকে কুড়ালের কোপে হত্যা

জামালপুরে এসএসসি পরীক্ষার্থীকে কুড়ালের কোপে হত্যা।

জামালপুরের সরিষাবাড়ীতে পাওনা টাকা চাইতে গিয়ে পলাশ মিয়া নামে এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছে। তাকে মারধর ও কুড়ালের কোপে হত্যা করা হয়।

রোববার রাত ৭টায় পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে। পলাশ মিয়া কান্দার পাড়া গ্রামের সাইফুল ইসলামের একমাত্র ছেলে। সে পোগলদিঘা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র ছিল। পুলিশ ঘাতক সাগর মিয়ার দাদি রওশনারা বেগমকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কিছুদিন আগে পলাশের প্রতিবেশী ফাহিম মিয়া অষ্টম শ্রেণীর সার্টিফিকেট সংগ্রহের জন্য সাগরকে দুই হাজার টাকা দেয়।
কিন্তু কাজ না করায় টাকা ফেরত চায় ফাহিম। ফাহিম রোববার রাতে পলাশ মিয়াসহ ১০-১২ জন বন্ধু নিয়ে সাগরের বাড়ি যায় এবং টাকা চায়। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে সাগর মিয়া ও তার বাড়ির লোকজন প্রতিপক্ষকে লাঠিপেটা করতে থাকে।
এ সময় সবাই দৌড়ে স্থান ত্যাগ করলেও লুটিয়ে পড়ে পলাশ। তাকে কুড়াল দিয়ে কোপানোর পর ঘাতকরা লাশ লেপে মুড়িয়ে দেড় কিলোমিটার দূরে আবদুল্লাহর মোড়ে ফেলে আসে। পরে সাগর মিয়া ও তার বাড়ির লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে।
সরিষাবাড়ি থানার ওসি জোয়াহের হোসেন খান জানান, সোমবার সকালে ঘাতক সাগর মিয়ার দাদি রওশনারা বেগমকে আটক করেছে পুলিশ। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.