ওয়ার্নারের বদলি হিসেবে আসছেন রয়?
স্টিভেন স্মিথের পর চোটে পড়ে বিপিএলে ছেড়ে যাওয়ার পথে রয়েছেন আরেক অজি তারকা ডেভিড ওয়ার্নার। সিলেট সিক্সার্সের অধিনায়কের ব্যাটে সদ্যই রানের ফোয়ারা ছুটেছে।
এর মাঝেই দুঃসংবাদ। এবার জানা গেল, এই তারকার বদলি হিসেবে বিপিএল খেলতে আসছেন ইংলিশ তারকা জেসন রয়। খবরটি রটে গেলেও এখনও সিলেট সিক্সার্সের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
রয়ের আসার খবরটি রটেছে তার ইংলিশ কাউন্টি দল সারের ওয়েসবসাইটের একটি খবর থেকে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, বিপিএল খেলতে বাংলাদেশে যাচ্ছেন জ্যাসন রয়। সিলেট সির্ক্সাসের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এ বছরের বাকি ম্যাচগুলো খেলবেন তিনি। বৃহস্পতিবার লন্ডন থেকে উড়াল দেবেন রয়। গ্রুপপর্বে এখনো ৭ ম্যাচ বাকি যা শেষ হবে ১ ফেব্রুয়ারি। টুর্নামেন্টটির ফাইনাল ৮ ফেব্রুয়ারি।
আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছেন ২৮ বছর বয়সী জেসন রয়। বিগ ব্যাশ আর পিএসএলেও মাঠ মাতিয়েছেন তিনি। মারকুটে ব্যাটসম্যান হিসেবে সুনাম আছে। ইংল্যান্ডের মারকুটে এই ওপেনারকে বিপিএল খেলার ছাড়পত্র দিয়েছে সারে। এদিকে ওয়ার্নারের দেশে ফিরে যাওয়া মোটামুটি নিশ্চিত। ফিরে যাওয়ার আগে আর দুটি ম্যাচ তিনি সিলেটকে নেতৃত্ব দেবেন।