শেষ ষোলোতে চেলসি

শেষ ষোলোতে চেলসি।

হ্যারি কেন ইনজুরিতে পড়ার পর আচমকাই যেন মুখ থুবড়ে পড়েছে টটেনহ্যাম। চেলসির কাছে হেরে ইংলিশ লিগ কাপের সেমিফাইনাল থেকে বিদায়ের পর এবার এফএ কাপ থেকেও ছুটি হয়ে গেল স্পারদের। রোববার এফএ কাপের চতুর্থ রাউন্ডে ক্রিস্টাল প্যালেসের কাছে ২-০ গোলে হেরেছে টটেনহ্যাম।

স্পারদের বিদায়ের দিনে শেফিল্ড ওয়েন্সডেকে ৩-০ গোলে হারিয়ে অনায়াসেই শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। এ ম্যাচেই চেলসির জার্সিতে অভিষেক হয়েছে গনজালো হিগুয়াইনের।
অভিষেকে অবশ্য গোলের দেখা পাননি এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ঘরের মাঠে চেলসির জয়ের নায়ক উইলিয়ান। জোড়া গোল করেছেন এই ব্রাজিলীয় তারকা। অন্য গোলটি হাডসন-ওডোইয়ের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.