নেশাদ্রব্য খাইয়ে কিশোরীকে সুজন পরিচয়ে ধর্ষণ করে শাহাদাত

নেশাদ্রব্য খাইয়ে কিশোরীকে সুজন পরিচয়ে ধর্ষণ করে শাহাদাত।

উত্তেজক ও নেশাজাতীয় দ্রব্য খাইয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কিশোরীকে ধর্ষণকারী শাহাদাতকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে গাজীপুরের কোনাবাড়ী থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

শাহাদাত উপজেলার মধুখালীর শাহাবুদ্দিনের ছেলে। ২৪ জানুয়ারি সে রূপগঞ্জের হাটাব এলাকার ওই কিশোরীকে সোনারগাঁয়ের হোটেল তাজমহল পিরামিডে নিয়ে সুজন পরিচয়ে ধর্ষণ করে।
শাহাদাতের জবানবন্দির বরাত দিয়ে র‌্যাব আরও জানায়, ২-৩ মাস আগে কিশোরীর দরিদ্রতার সুযোগে বিয়ের প্রলোভন দিয়ে সুমন নামে এক যুবক মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলে। শাহাদাত ও সুমন দু’জন বন্ধু।
ওই কিশোরী সুমন বা শাহাদাতকে কখনও দেখেনি। এরই মধ্যে শাহাদাত ওই কিশোরীকে ধর্ষণ করার পরিকল্পনা করে। সে ২৪ জানুয়ারি দুপুরে নিজেকে সুমন পরিচয় দেয় এবং কিশোরীকে দেখা করতে বলে।
কিশোরী সে অনুযায়ী পার্শ্ববর্তী সোনারগাঁও উপজেলার পেরাব এলাকায় গেলে শাহাদাত সুমন পরিচয়ে সেখানে যায়। এক পর্যায়ে কিশোরীকে তাজমহল পিরামিড (রাজমনি পিরামিড) হোটেলে নিয়ে রাখে।
এরপর উত্তেজক নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে ধর্ষণ করে। এতে সে রক্তাক্ত জখম হয়। ধর্ষক শাহাদাত কয়েকজনের সহযোগিতায় কৌশলে ধর্ষণের কিছু অংশ ভিডিও করে রাখে। এরপর তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনা গোপন রাখার স্বীকারোক্তি নেয়। কিশোরীর মা ৩ ফেব্রুয়ারি সোনারগাঁও থানায় সুমনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.