জাদু দেখাতে গিয়ে জাদুকরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অভিনব কায়দায় জাদু দেখাতে গিয়ে আব্দুর রহমান (৫৫) নামে এক জাদুকরের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর বাজারে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান মেহেরপুরের গাংনী উপজেলার মিনহাজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুর রহমান ও তার সহযোগী কামরুল গাজী দেশের বিভিন্ন স্থানে ঘুরে জাদু খেলা দেখান। বিকালে কৃষ্ণনগর বাজারে তারা জাদু খেলা দেখাচ্ছিলেন। এ সময় অভিনব কায়দায় জাদু দেখাতে গিয়ে আব্দুর রহমানের মৃত্যু হয়।

নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জানান, সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাদুকরের লাশ উদ্ধার করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.