বাগেরহাটের মোংলা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের স্টাইল টেইলার্সের কর্মচারী মো. মহিন (৩৬) সাপটিকে মাঠের মধ্যে দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায়।
পুলিশ ঘটনাস্থলে এসে একটি জাল দিয়ে সাপটিকে আটকে রেখে বন বিভাগকে খবর দেয়। রাত সাড়ে ১০টার দিকে বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ইনচার্জ মো. আজাদ কবির সাপটিকে উদ্ধার করেন। শনিবার সকালে উদ্ধার হওয়া সাপটিকে সুন্দরবনের করমজল এলাকায় ছেড়ে দেন তিনি।
বন কর্মকর্তা আজাদ কবির বলেন, প্রায় ১০ হাত লম্বা সাপটির বয়স ১৫ বছর। ধারণা করা হচ্ছে, সুন্দরবন থেকে পশুর নদীতে পড়ে জোয়ারে ভেসে লোকালয়ে চলে আসে সাপটি।