বিবেককে সতর্ক করে অমিতাভের টুইট

বিবেককে সতর্ক করে অমিতাভের টুইট।

ওপিনিয়ন পোল, এক্সিট পোলের সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চনের পুরনো প্রেমকে টেনে এনে সোমবার একটি মিম সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করে বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেতা বিবেক ওবেরয়। নেটিজেন, বলিউড তারকা ও ভারতের মহিলা কমিশনের তোপের মুখে পড়ে বিবেক অবশ্য সেই টুইট মুছে ক্ষমা চাইতে বাধ্য হন। কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি অভিনেতার। এবার বিবেককে সতর্ক করে টুইট করলেন ঐশ্বরিয়ার শ্বশুর ও বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

এই মিমে সালমানের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ককে ওপিনিয়ন পোল, বিবেকের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ককে এক্সিট পোল ও অভিষেক বচ্চনের সঙ্গে বিয়েকে আসল ফলাফল বলে দেখানো হয়েছে। মিমটি বিবেক নিজে বানাননি। বিবেক জানান, পবন সিং নামের এক ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট থেকে মিমটি নিয়েছেন বিবেক। তিনি মিমের ক্যাপশনে লিখেছিলেন, ‘এই মিমের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, সম্পর্ক রয়েছে শুধু ব্যক্তিগত জীবনের।’

মিমটি শেয়ার করার সঙ্গে সঙ্গে বিবেককে আক্রমণের শিকার হতে হয়। মহারাষ্ট্র মহিলা কমিশনের নোটিশ ছাড়াও বিবেকের এ ধরনের পোস্ট ভালোভাবে নেননি সোনম কাপুর, অনুপম খেরসহ বি টাউনের অনেক সদস্যই। এই বিষয়টি ঐশ্বরিয়া রাই বচ্চনের শ্বশুর অমিতাভ বচ্চন যে একেবারেই ভালো চোখে দেখছেন না তা তার একটি টুইট থেকেই স্পষ্ট। এ ক্ষেত্রে বিবেক ওবেরয়ের নাম না করে বিগ বি লিখেছেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমে বিবেচনা করেই কোনো পোস্ট করা উচিত।’
সূত্র: ডেইলি হান্ট

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.