রাইস কুকারে কোটি টাকার সোনার বার

goldbহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি রাইস কুকারের ভেতর থেকে কোটি টাকা মূল্যের সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা  জানান, গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে শাহজালালের গ্রিন চ্যানেল এলাকায় ২৭টি রাইস কুকার ভর্তি কাঠের বাক্স পাওয়া যায়। পরে বাক্সগুলো খুলে একটি রাইস কুকারের ভেতর থেকে এক কেজি ওজনের সোনার বার উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় কোটি টাকা। তিনি জানান, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার রিফাত ফ্যাশনের নামে রাইস কুকারগুলো হংকং থেকে ঢাকায় আনা হয়।

একই দিন দুপুরে শাহজালালের ফরেন পোস্ট অফিস থেকে দুই হাজার পিস আমদানি নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানান, ট্যাবলেটগুলো হংকং থেকে ড্রাগন এয়ারযোগে আনা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.