‘রোনালদোর সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্ব নেই’

‘রোনালদোর সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্ব নেই’

রেকর্ড ৬ষ্ঠবারের মত ফিফা বর্ষসেরার পুরস্কার উঠলো লিওনেল মেসির হাতে। লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভিরগিল ফন ডিক এবং জুভেন্টাসের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে সেরার পুরস্কার জিতলেন মেসি।

উয়েফা বর্ষসেরা হওয়ার কারণে অনেকেই মনে করেছিল ভিরগিল ফন ডিকই হয়তো হবেন এবারের ফিফা বর্ষসেরা। কিন্তু না, সেরা হলেন মেসি। ২০১৫ সালের পর আবারও বর্ষসেরার পুরস্কারটা জিতে নিলেন তিনি এবং ২০০৮ সালের পর এক বছর বাদে মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্বের লড়াইটা ফিরিয়ে আনলেন বার্সেলোনা অধিনায়ক।

ফিফা বর্ষসেরা পুরস্কার প্রদান অনুষ্ঠানে ফিফা ম্যাগাজিনের সঙ্গে কথা বলেছেন মেসি। সেখানে অনেক বিষয়েরই অবতারণা করা হয় মেসির সামনে। তার নিজের ক্যারিয়ার, ক্লাব, নিজের দেশ আর্জেন্টিনা, বার্সার ভবিষ্যৎ তারকা আনসু ফাতি- সবাই এলো মেসির সঙ্গে সেই আলোচনায়।

স্বাভাবিকভাবেই ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে প্রদ্বিদ্বন্দ্বীতার বিষয়টিও উঠে এলো সেই আলোচনায়। তখন মেসি যে উত্তর দিলেন, সেটা সত্যিই বিস্ময়কর। ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতার বিষয়টা তিনি উল্লেখ করলেন স্রেফ খেলাধুলার মাঠের হিসেবে। সেটাকে কোনোভাবেই ব্যক্তিগত লড়াই বা দ্বন্দ্ব হিসেবে উল্লেখই করলেন না মেসি।

মেসি বলেন, ‘প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বীতা তো তার (রোনালদো) সাথে অনেক বেশি। আমি খেলছি বার্সেলোনার হয়ে। সে খেলেছে রিয়াল মাদ্রিদের হয়ে। দু’জন দুই ক্লাবে। প্রতিদ্বন্দ্বীতা হওয়াই স্বাভাবিক।’

রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা নিয়ে মেসি আরও বলেন, ‘আমরা দু’জনই ব্যক্তিগত পুরস্কার জিতেছি। মানুষ মনে করে আমাদের মধ্যে এই লড়াইটা ব্যক্তিগত পর্যায়েও রয়েছে। কিন্তু এটা মোটেও সঠিক নয়। আমাদের মধ্যে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই।’

শুধু নিজেরা সেরা হতে চেয়েছেন উল্লেখ করে মেসি বলেন, ‘আমরা চেয়েছি শুধু নিজ নিজ দলকে সেরা করতে এবং দলের জন্য নিজেরা সেরা হতে। আমাদের দু’জনের কেউ হারতে রাজি ছিলাম না। এখান থেকেই আমাদের মধ্যে মূলতঃ প্রতিদ্বন্দ্বীতা তৈরি হয়েছে। আর কিছু নয়।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.