হজ এজেন্সির নামে সৌদি আরবে হিসাব খোলার নির্দেশ

Hajjএভিয়েশন নিউজ: চলতি বছর থেকে নন-ব্যালটি হজ কার্যক্রম পরিচালনার সঙ্গে বাংলাদেশি হজ এজেন্সির নিজ-নিজ নামে সৌদি আরবে ব্যাংক হিসাব খোলা বাধ্যতামূলক করেছে সৌদি সরকার।

১২ জুলাইয়ের মধ্যে এ হিসাব চালু করতে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে চলতি বছর যেসব বাংলাদেশি হজ পালনের জন্য মোয়াল্লেম ফি জমা দিয়েছেন, অনলাইনে তাদের ডাটা এট্রির কার্যক্রম শুরু হয়েছে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চলতি বছর ৯৮ হাজার ৭৬২ জন বাংলাদেশি হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন। এর মধ্যে ১ হাজার ৫৫৭ জন ব্যালটি (সরকারি) এবং ৯৭ হাজার ২০৫ জন নন-ব্যালটি (বেসরকারি) হজযাত্রী রয়েছেন। বেসরকারি হজযাত্রীদের হজ কার্যক্রম পরিচালনায় ৮৩৪টি হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে সরকার।

এসব হজ এজেন্সিকে ১২ জুলাইয়ের মধ্যে সৌদি আরবে ব্যাংক হিসাব খুলতে নির্দেশ দেওয়া হয়েছে। হজ এজেন্সির প্রতিনিধি হিসেবে যারা সৌদি আরবে যাবেন তাদের তালিকা গত ৩ জুনের মধ্যে সৌদি সরকারের কাছে পাঠানো হয়েছে। প্রতিনিধিদের জন্য ডেলিগেট ভিসা দেওয়ার কাজ গত ১৮ জুন থেকে শুরু হয়েছে।

বনানীর আল-মানার ইন্টারন্যাশনালে ডেলিগেট ভিসার জন্য কাগজপত্র জমা দিতে আশকোনার হজক্যাম্পস্থ পরিচালকের দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যারা হজে যাবেন তাদের নাম-ঠিকানা সম্পর্কিত ডাটা এন্ট্রির কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ২০ জুলাই পর্যন্ত।

ডাটা এন্ট্রির কার্যক্রম সম্পন্ন হওয়ার পরই সন্দেহভাজন হজযাত্রীর বিষয়ে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম শুরু করা হবে। পুলিশ ভেরিফিকেশনে কোনও হজযাত্রীর নাম-ঠিকানা গরমিল হলে সংশ্লিষ্ট হজযাত্রীর যাত্রা নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের একটি সূত্র।

এ বিষয়ে জানতে চাইলে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (হজ) মো. জাহাঙ্গীর আলম শনিবার দুপুরে আমাদের সময়কে বলেন, চলতি বছর কোন এজেন্সির মাধ্যমে কতজন হজযাত্রী সৌদি আরবে যাবেন তার তালিকা হজ কাউন্সিলরের মাধ্যমে সৌদি সরকারের কাছে জমা দেওয়া হয়েছে।

এসব হজযাত্রীর বাড়িভাড়াসহ যাবতীয় ব্যয়ভার বহনের জন্য সংশ্লিষ্ট হজ এজেন্সিকে আগামী ১২ জুলাইয়ের মধ্যে সৌদি আরবে নিজ-নিজ ব্যাংক হিসাব খুলতে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকিং পদ্ধতি ছাড়া চলতি বছর সৌদি আরবে লেনদেন করা যাবে না।

– দুলাল হোসেন মৃধা

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.