ব্রিটেনে করোনায় মৃত, মরদেহ বহনের ব্যাগ সংকট

ব্রিটেনে করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের দেহ বহনের ব্যাগ ফুরিয়ে আসছে। মর্গে সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান এমনই তথ্য জানিয়েছে, ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে।

মর্গে সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান বলছে, একদিকে মরদেহ বহনের ব্যাগ মজুদ করা হচ্ছে, অন্যদিকে বিদেশ থেকে আগামী কয়েক সপ্তাহ ধরে এধরনের ব্যাগ আমদানি করা সম্ভব হবে না।

তবে ব্রিটিশ স্বাস্থ্য বিভাগ এনএইচএস দাবি করছেন তাদের হাতে এখনো যথেষ্ট বডি ব্যাগ রয়েছে। কিন্তু স্বাস্থ্য কর্মীরা জানাচ্ছেন এই ব্যাগের অভাবে তাদেরকে কাপড় দিয়ে মরদেহ মুড়ে রাখতে হচ্ছে।

ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ বলছে, রোগীর মৃত্যুর সাথে সাথে করোনাভাইরাসের জীবাণু ধ্বংস হতে শুরু করে। তাই মরদেহ স্থান্তরের জন্য ব্যাগ ব্যাবহারের তেমন প্রয়োজন পড়ে না।

এনএইচএস-এর সাথে ‘বারবার মেডিকেল’ প্রতিষ্ঠানের চুক্তি রয়েছে। এই প্রতিষ্ঠানটি মর্গে সরঞ্জাম সরবরাহ করে। তারা বলছে, চেন লাগানো বডি ব্যাগ পেতে এখন সমস্যা হচ্ছে এবং এই ব্যাগ সব জায়গায় পাওয়া যায় না।

এনএইচএস-এর আরেকটি বড় সরবরাহকারী কোম্পানি বলছে, হাসপাতাল এবং ফিউনারাল হোমগুলো এখন বডি ব্যাগের জন্য হন্যে হয়ে ঘুরছে। মরদেহ বহনের ব্যাগগুলো তৈরি হয় চীনে। ব্রিটেনে এগুলো পৌঁছুতে সময় লাগে অন্তত ছয় সপ্তাহ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.