‘ট্রাম্পের স্বতন্ত্র নির্বাচনের হুমকি নিষ্ফল’

trump pic_122608রিপাবলিকান দলে যথাযথ মূল্যায়ন না পেলে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে স্বাধীন বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর তার এই হুমকি দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি আরো কঠিন করে তুলছে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান পার্টির চেয়ারম্যান রিয়েন্স প্রাইবাস।

রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালনকারী প্রাইবাস টেলিভিশনে দেয়া বেশ কয়েকটি সাক্ষাৎকারে বলেন, ‘প্রার্থীরা কখনো কখনো তাদের কার্যসিদ্ধির আশায় দলের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কথাবার্তা বলে থাকেন। কিন্তু এসবে আসলে কাজ হয় না। এ ধরনের মন্তব্যে দল ও ব্যক্তির উভয়েরই ক্ষতি হয়। ’

গেল মঙ্গলবার ট্রাম্প রিপাবলিকান পার্টির প্রতি আনুগত্যকে পৃষ্ঠ প্রদর্শনই করেছেন। কেননা গেল সেপ্টেম্বরে তিনি যে অঙ্গীকারনামায় সই করেছিলেন তাতে বলা হয়েছিল, দলের মনোনীত প্রার্থীকেই তিনি সমর্থন করবেন এবং স্বাধীন প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না।

রোববার ফক্স নিউজকে প্রাইবাস বলেন, “আমরা আশা করি যখন কোনো প্রার্থী অঙ্গীকার করেন তখন তিনি তা রক্ষা করবেন। প্রাইবাস আরো বলেন, যদি একজন মনোনয়ন প্রত্যার্শী জুলাইয়ে রিপাবলিকান কনভেনশনের আগেই ১,২৩৭ জন প্রতিনিধির সমর্থন পেয়ে যান তবে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন। কিন্তু কেউ যদি তা অর্জনে ব্যর্থ হন তবে প্রতিনিধিরা তাদের পছন্দ অনুযায়ী প্রার্থী নির্বাচন করতে পারেন।’’

রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যার্শীদের মধ্যে মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্পই এগিয়ে রয়েছেন। কিন্তু প্রায়ই বেফাঁস মন্তব্য করে শিরোনাম হয়ে ওঠা ট্রাম্পের উপর আস্থা রাখতে পারছেন না রিপাবলিকান দলীয় জ্যেষ্ঠ নেতারা। আর এ কারণেই জুলাইয়ে রিপাবলিকান দলীয় কনভেনশনের আগেই প্রয়োজনীয় সংখ্যক প্রতিনিধির সমর্থন না পেলে ট্রাম্প দলীয় মনোনয়ন নাও পেতে পারেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.