যুক্তরাষ্ট্রের বিতর্কিত রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সুষ্পষ্ট ব্যবধানে হারিয়ে উইসকনসিন রাজ্যের প্রাইমারিতে জয় পেয়েছেন টেড ক্রুজ।
গত কয়েকদিনে এই রাজ্যের ফলাফলের দিকে সবার নজর ছিল।
ট্রাম্প এখন পর্যন্ত প্রাইমারির দৌড়ি এগিয়ে থাকলেও আশা করা হচ্ছে যে দলীয় মনোনয়ন পেতে প্রয়োজনীয় ডেলিগেটদের সমর্থন তিনি পাবেন না।
চুড়ূান্ত পর্যায়ে ভোটাররা নয়, দলীয় নেতারাই মনোনয়ন চূড়ান্ত করবেন। আর ট্রাম্প ইতোমধ্যেই দলের শীর্ষ নেতৃত্বের সাথে বিবাদে জড়িয়েছেন।
অন্যদিকে টেড ক্রুজ প্রাইমারিতে পিছিয়ে থাকলেও দলের মধ্যে বিভাজন দূর করতে তাকেই মনোনয়ন দেয়া হতে পারে।
এদিকে ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রতিযোগিতায় মিডওয়েস্টার্ন রাজ্যের প্রাইমারিতে হিলারি ক্নিনটনকে হারিয়ে বার্নি স্যান্ডার্স জয় পাচ্ছেন বলে মার্কিন গণমাধ্যম পূর্বাভাস দিচ্ছে।