রাজধানীর গুলশানে কিশোরী গৃহকর্মীকে নির্যাতন, গৃহকর্তা গ্রেপ্তার

রাজধানীর গুলশানে অমানবিক নির্যাতনের শিকার হয়েছে লিলি বেগম (১৪) নামে এক কিশোরী গৃহকর্মী। শনিবার গুলশান-১ নম্বরের সি-ব্লকের ৮ নম্বর সড়কের ২০৫/৩ নম্বর ভবনের ৭-ডি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সন্ধ্যায় নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গৃহকর্তা আবদুল মাজেদকে আটক করা হয়েছে।

গুলশান থানার ডিউটি অফিসার এসআই মিরাজ আকন সমকালকে বলেন, মেয়েটিকে প্রচণ্ড নির্যাতন করা হয়েছে। চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়েছে হাসপাতালে। সেরে উঠলে তার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্র জানায়, রমজানের প্রথম দিনে শনিবার ইফতার তৈরির কাজ করছিল লিলি। এ সময় কোনো ভুল করে ফেলায় তাকে বেধড়ক পেটানো হয়। একপর্যায়ে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া হয় তার শরীরে। তখন সে চিৎকার করে কাঁদতে থাকে। তার কান্না ও চিৎকার শুনে আশেপাশের লোকজন বিষয়টি পুলিশকে অবগত করে। এরপর পুলিশ গিয়ে তাকে উদ্ধার ও গৃহকর্তা মাজেদকে আটক করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.