ফ্ল্যাশ প্লেয়ার দ্রুত হালনাগাদ করে নেওয়ার পরামর্শ দিয়েছে অ্যাডোবি সিস্টেমস কর্তৃপক্ষ। তারা বলছে, সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা ফ্ল্যাশ প্লেয়ারে নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করেছেন। এই ত্রুটি কাজে লাগিয়ে র্যানসমওয়্যার নামের ক্ষতিকর প্রোগ্রামের মাধ্যমে উইন্ডোজচালিত পিসির দখল নিতে পারে সাইবার দুর্বৃত্তরা। বিষয়টি জানার পর ইন্টারনেট ব্রাউজারে ফ্ল্যাশ সফটওয়্যারের দ্রুত নিরাপত্তা হালনাগাদ এনেছে অ্যাডোবি।
অ্যাডোবি কর্তৃপক্ষ জানিয়েছে, উইন্ডোজ, ম্যাক, ক্রোম ও লিনাক্স মিনিয়ে ১০০ কোটিরও বেশি ব্যবহারকারীকে যত দ্রুত সম্ভব ফ্ল্যাশ প্লেয়ার হালনাগাদ করে নিতে হবে।
জাপানের নিরাপত্তা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো দাবি করেছে, তারা অ্যাডোবি কর্তৃপক্ষকে নিরাপত্তা ত্রুটির বিষয়টি অবহিত করে। তারা অ্যাডোবি কর্তৃপক্ষকে জানিয়েছে, অ্যাডোবির ফ্ল্যাশের দুর্বলতা কাজে লাগিয়ে কম্পিউটারে ‘কারবার’ নামের র্যানসমওয়্যার প্রবেশ করাতে পারে। এতে কম্পিউটার ব্যবহারকারীর দরকারি ফাইল আটকে দিয়ে দূরে বসেই অর্থ দাবি করতে পারে সাইবার দুর্বৃত্তরা।
আরও খবর