সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪ হাজারের বেশি, শনাক্ত এক লাখ ২৮ হাজার

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত পুরো বিশ্ব। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ হাজার ৩৯ জন। নতুন সংক্রমিত হয়েছেন আরও এক লাখ ২৮ হাজারের বেশি মানুষ।

লাতিন আমেরিকার ব্রাজিল শনিবার করোনায় আক্রান্ত সর্বোচ্চ মৃত্যু দেখেছে। ব্রাজিলে একদিনে সাড়ে ৮৯০ জনের মৃত্যুর পর মোট প্রাণহানি দাঁড়ালো ৪৩ হাজারের কাছাকাছি। এছাড়া দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৫০ হাজার ৭৯৬ জন।

যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে আরও ৬৯৯ জন। মোট প্রাণহানি ১ লাখ সাড়ে ১৭ হাজার। দেশটিতে আক্রান্ত ২১ লাখ ৪২ হাজারের কাছাকাছি। বর্তমান হটস্পট মেক্সিকোয় ২৪ ঘণ্টায় ৫ শতাধিক মৃত্যুর পর মোট প্রাণহানি দাঁড়ালো সাড়ে ১৬ হাজার।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ৩৯৪ জন। আক্রান্ত হয়েছেন ৭৮ লাখ ৬৫ হাজার ৭৯৪ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৪০ লাখ ৪২ হাজার ৪৬৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ২০১৯ সালের ডিসেম্বরে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। চীনে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৭ জন, এপ্রিলের পর দৈনিক সর্বোচ্চ শনাক্তে দেশটিতে রোগটির দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা জেগেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.