১০৫ কেজি ওজনের ডলফিন জামালপুরের যমুনার বিলে

১০৫ কেজি ওজনের ডলফিন জামালপুরের দেওয়ানগঞ্জে মাছ ধরার জালে ধরা পড়েছে। এ সংবাদ ছড়িয়ে পড়লে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন বয়সের উৎসুক নারী-পুরুষ ভিড় করেন।

শুক্রবার ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের নয়াগ্রাম এলাকায় মাছ ধরার জন্য জেলেরা যমুনা নদী সংযুক্ত বিলে জাল ফেলে।

ওই জালে একটি বড় মাছ ধরা পড়েছে ভেবে জালটিকে পাড়ে নিয়ে আসা হয়।

দেখা যায় এটি একটি অসুস্থ্য ডলফিন। দেখতে ৭ ফুট লম্বা ওজন ১০৫ কেজি।

মুখ লম্বা, মুখের নিচে ঘারে ও লেজ পাখার মতো, খয়েরি রংয়ের। কিছু সময় পর অসুস্থ্ ডলফিনটি মারা যায়।

উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম জানান, খাদ্যের সন্ধানে যমুনার গভীর নদীতে চলে আসে।

পানি দূষণ অথবা আঘাতে মারা যায়। ডলফিন গভীর সামুদ্রিক এলাকায় থাকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.