ইইউ রাষ্ট্রদূতকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ ভেনেজুয়েলার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিলেন।

ভেনেজুয়েলা সরকার ১১ ভেনেজুয়েলান কর্মকর্তার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নতুন নিষেধাজ্ঞা আরোপ করার কয়েক ঘণ্টা পর রাষ্ট্রদূত ইসাবেল ব্রিলান্তে পেদ্রোসাকে বহিষ্কারের আদেশ দিলো।

বিরোধী দলের নেতা হুয়ান গুয়াইদোর গত বছর নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করলেও মাদুরোকে অপসারণ করতে ব্যর্থ হন তিনি। এই বিরোধী দলীয় নেতা ইইউর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সমর্থন পাচ্ছেন। বিরোধী দলের নেতা হুয়ান গুয়াইদোর জাতীয় পরিষদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কারণে এ পর্যন্ত ৩৬ সরকারি কর্মকর্তাকে নিষিদ্ধ করেছে ইইউ।

করোনাভাইরাস মহামারির কারণে ভেনেজুয়েলার আকাশপথ বন্ধ থাকার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, ‘রাষ্ট্রদূত ইসাবেল ব্রিলান্তে পেদ্রোসাকে চলে যাওয়ার জন্য একটি বিমান ধার করা যেতে পারে।’

সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় ইইউর উদ্দেশ্যে মাদুরো বলেন, ‘তারা যদি ভেনেজুয়েলাকে শ্রদ্ধা না করতে পারে, তাহলে তাদের এই দেশ থেকে চলে যাওয়া উচিত।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.