চীনা কম্পানির ৪০০ কোটির স্পনসর ছাড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড

ভারত-চীনের মাঝে চলছে চরম রেষারেষি।
গত জুন মাসের ১৫ তারিখে লাদাখের গালোয়ান ভ্যালিতে ইন্দো-চিন সেনাদের মুষ্টিযুদ্ধে ২০ ভারতীয় সেনাসদস্যের মৃত্যুর পর এমন অবস্থা চলছে।
সীমান্তে অনেকটাই যুদ্ধ পরিস্থিতি। অর্থনৈতিকভাবেও চীনকে পাল্টা আঘাত দিতে চায় ভারত।
যে কারণে ইতোমধ্যেই ৫৯টি চীনা অ্যাপস বাতিল করা হয়েছে।
তবে চীনা কম্পানির স্পনসর ছাড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড।

চীনের সঙ্গে ওই হাতাহাতির পর দাবি উঠেছিল, ভারতীয় ক্রিকেট বোর্ডও চীনা কম্পানি ভিভোর স্পনসর বাতিল করুক।
তবে আপাতত এই পথে হাঁটছে না ভারতীয় বোর্ড।
বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ,
এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে আমরা এখনো কিছু জানি না। বোর্ডের মিটিং ডেকে কি লাভ?
আমরা হয়তো স্পনসরদের নিয়ে আলোচনা করতে পারি। তবে সেখানে চুক্তি বাতিল কিংবা বিচ্ছেদ এমন শব্দ ব্যবহার করব না।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.