ওয়ার্ল্ড নাম্বার ওয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ গত ২৩ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এই তারকা অ্যাথলেটের স্ত্রী জেলেনা জোকোভিচও আক্রান্ত হয়েছিলেন প্রাণঘাতী এই মহামারিতে।
তবে দশ দিনের মাথায় করোনা জয় করলেন জোকোভিচ ও তাঁর স্ত্রী জেলেনা।
বৃহস্পতিবার (২ জুন) এক বিবৃতিতে জোকোভিচ ও তাঁর স্ত্রীর করোনা নেগেটিভের তথ্য নিশ্চিত করেন এই তারকার মিডিয়া টিম।
বিশ্বের এক নম্বর টেনিস তারকা জোকোভিচ করোনার এই বিপর্যয়ের মাঝে সম্প্রতি বেলগ্রেডে প্রদর্শনী টেনিস টুর্নামেন্ট আয়োজন করেছিলেন।
আর সেখানে প্রতিযোগিতার প্রথম পর্ব শেষ হওয়ার পরপরই টেনিস অঙ্গনে করোনায় আক্রান্তের খবর আসে।
বেবি ফেদেরার হিসেবে পরিচিত বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ প্রথম করোনায় আক্রান্ত হন।
সেই টুর্নামেন্টে অংশ নেওয়া আরও দুই টেনিস খেলোয়াড়ও পরবর্তীতে করোনায় আক্রান্ত হোন।