রোমে বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইট ১৩ জুলাই

ইতালিয়ান রেসিডেন্ট কার্ডধারী ও নাগরিকদের জন্য আগামী ১৩ জুলাই রোমে আরেকটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার (৫ জুলাই) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার ইতালিয়ান দূতাবাসের সহযোগিতায় আগামী ১৩ জুলাই ঢাকা থেকে ইতালির রোমে
আরেকটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করা হবে। বিজি ৪১৫৫/১৩ ফ্লাইটটি ওইদিন বাংলাদেশ সময় সকাল ৬টায় ঢাকা থেকে ছেড়ে যাবে।
আগ্রহী যাত্রীরা ৮ জুলাই পর্যন্ত বিমানের সব সেলস অফিস থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
ইকোনমি শ্রেণির আসনের টিকিট মূল্য ৯২ হাজার ৩০ টাকা এবং বিজনেস শ্রেণির টিকিট মূল্য ১ লাখ ১৯ হাজার ৯৮২ টাকা।

টিকিট ও ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এ পাওয়া যাবে।

ইতালির রোমে সোমবার (৬ জুলাই) আরেকটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে বিমান। রোমে সবশেষ গত বৃহস্পতিবার (২ জুলাই) ২৭৬ জন যাত্রী
নিয়ে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে সংস্থাটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.