আমিরাত রুটে ভ্রমনের জন্য বিমান যাত্রীদের যা করণীয়
দুবাইয়ে জিডিআরএফএ এপ্রোভাল ও অন্যান্য এয়ারপোর্টের আইসিএ এপ্রোভাল সনদ লাগবে
আমিরাত প্রতিনিধি (দুবাই) : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আমিরাত আসার আগে যাত্রীদের করোনা নেগেটিভ সনদ সাথে থাকতে হবে। আমিরাত এয়ারপোর্টে পৌছানো পযন্ত যে সনদের মেয়াদ হতে হবে সর্বোচ্চ ৭২ ঘন্টা।
অপর দিকে যে সব প্রবাসী বাংলাদেশ থেকে আমিরাত ফিরবেন টিকিট নেয়ার আগে অবশ্যই দুবাইয়ের ক্ষেত্রে জিডিআরএফএ এপ্রোভাল ও অন্যান্য এয়ারপোর্টের ক্ষেত্রে আইসিএ এপ্রোভাল সনদ থাকতে হবে।
অন্য দিকে আমিরাত থেকে যারা দেশে যাবেন তাদের অবশ্যই কভিট-১৯ নেগেটিভ সনদ সাথে বহন করতে হবে। ঢাকার শাহজালাল আন্তজাতিক বিমানবন্দরে পৌছানো পর্যন্ত যে সনদের মেয়াদ হবে সর্বোচ্চ ৭২ঘন্টা।
আগামী সোমবার ১৩ জুলাই থেকে ফের শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবী রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইট । আবুধাবী রুট শুরু হবে ১৪ জুলাই থেকে। আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই ও উত্তর আমিরাতের রিজিওনাল ম্যানেজার দিলীপ কুমার চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।