করোনার ‘জাল সনদ’ নিয়ে লন্ডন যাওয়ার চেষ্টা করেছিলেন সাবেক মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খান। রোববার দুপুরে দেশ ছাড়ার আগে ইমিগ্রেশনে অনলাইন চেকিং এ তার করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। ফলে তাকে নির্ধারিত ফ্লাইটে যেতে দেয়া হয়নি।
বিমানবন্দর সূত্র জানায়, রোববার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০০১ ফ্লাইটে লন্ডন যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান ঐশী। ইমিগ্রেশনে তার সঙ্গে থাকা করোনা নেগেটিভ সার্টিফিকেট চেক করেন ইমিগ্রেশন কর্মকর্তা। ইমিগ্রেশন পুলিশ ওই সার্টিফিকেট অনলাইনে চেক করলে সেটি পজেটিভ দেখায়। এরপর বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়।