আন্তর্জাতিক ক্রিকেটে পাতানোর দায়ে দুই ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তার দুইজনই সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার। তারা ৩৮ বছর বয়সী মিডিয়াম পেসার আমির ও ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান আশফাক। আইসিসি তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।
এই দুই জন আইসিসির দুর্নীতি বিরোধী আইনের পাঁচটি ধারা লঙ্গন করেছে। দুই ক্রিকেটারকে নিষেধাজ্ঞার বিষয়টি রোববার এক বিবৃতিতে জানায় আইসিসি।
আমির ও আশফাকের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে আছে আন্তর্জাতিক ম্যাচ পাতানোর চেষ্টা, পাতানোর প্রস্তাব পেয়েও আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটকে সাহায্য না করা।