মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক ‘বন্ধ’ কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বরং তিনি এমন সম্মতি দিয়েছেন যাতে যুক্তরাষ্ট্রে চীনা অ্যাপটি তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। টিকটক কিনতে মার্কিন প্রতিষ্ঠান ওরাকল ও ওয়ালমার্ট সঙ্গে চলমান চুক্তি এগিয়ে নিতে তারও আর্শীবাদ রয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
এর আগে মার্কিন নাগরিকের তথ্য চুরির অভিযোগ তুলে চীনা এই অ্যাপটি মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ধ বা বাধ্যতামূলক বিক্রি করতে চাপ দেয় ট্রাম্প প্রশাসন।
এবং এই মালিকানা পরিবর্তন কার্যক্রম শেষ করতে সময়সীমাও বেঁধে দেয়া হয়।
সেই কড়াকড়ি সিদ্ধান্ত মোতাবকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের ভিত্তিতে শনিবার টিকটক নিষিদ্ধের চূড়ান্ত নির্দেশনা জারি করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ।