পানামা পেপারস কেলেংকারীতে ফাঁস হওয়া নামগুলোর মধ্যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কোন নাম কিংবা সংশ্লিষ্টতা নেই। বাংলাদেশ বিমান ইন. (ইনকরপোরেট) নামে যে প্রতিষ্ঠানের নাম বলা হয়েছে তার সঙ্গে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কোন সম্পর্ক নেই। ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) কতৃপক্ষও এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে বাংলাদেশ বিমান ইনকরপোরেট নামে কোন প্রতিষ্ঠান তাদের ফাঁস হওয়া কেলেংকারীর তালিকাতে নেই। মুলত কিছু কিছু মিডিয়া সংশ্লিষ্ট লিংক থেকে পানামা পেপারস কেলেংকারীতে থাকা নামগুলো বের করার প্রক্রিয়াটি ভুল করায় বাংলাদেশ বিমানের নাম উঠে এসেছে।
ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) কতৃপক্ষ মঙ্গলবার বিকালে এক মেইল বার্তায় এভিয়েশন নিউজকে জানিয়েছে, পানামা পেপারস কেলেংকারীতে থাকা বাংলাদেশের কোন প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম বের করতে হলে যে লিংকটি ব্যবহার করতে হবে সেটি হল https://offshoreleaks.icij.org/। নিয়ম হল এই লিংক ক্লিক করলে সার্চ বাই কান্ট্রি
এর নিচে ‘অল কান্ট্রি’তে গিয়ে ক্লিক করতে হবে। সেখানে ‘বাংলাদেশ’ নামে গিয়ে ক্লিক করলেই মুলত সত্যিকারের পানামা পেপারস কেলেংকারীতে থাকা বাংলাদেশের প্রতিষ্ঠান বা নাম গুলো বেরিয়ে আসবে।
পানামা কতৃপক্ষ এভিয়েশন নিউজকে আরো জানিয়েছে কোন কোন মিডিয়া সংস্থা সার্চ বাই কান্ট্রির নিচে ‘ইন্টার এনি নেইম হেয়ার’ এর ঘরে টাইপ করে বাংলাদেশ লিখছে। বাস্তবে এভাবে সার্চ করে যে নামগুলো বেরিয়ে আসবে সেই নাম গুলো পানামা পেপারস কেলেংকারীতে ফাঁস হওয়া কোন নাম নয়। তবে ওই ঘরে টাইপ করে যে নাম লেখা হবে মুলত সে নামে যদি কোন অফশোর কোম্পানী থাকে সে সব নাম বেরিয়ে আসবে। যেমন ওই ঘরে যদি কেউ টাইপ করে ‘এভিয়েশন’ লিখে তাহলে এভিয়েশন নামে যদি কোন অফশোর কোম্পানী থাকে তাহলে ওই নামগুলো বেরিয়ে আসবে। যার সঙ্গে পানাম পেপারস কেলেংকারীতে থাকা নমের কোন ধরনের সংশ্লিস্টতা নেই।
মঙ্গলবার বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমে পানামা পেপারস কেলেংকারীর সঙ্গে বাংলাদেশ বিমান ইন. নামে একটি প্রতিষ্ঠানের নাম ওঠে আসায় এনিয়ে বিমান জুড়ে তোলপাড় ওঠে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও উইং কমান্ডার আসাদুজ্জামান এভিয়েশন নিউজকে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, পানামা পেপারস কেলেংকারীর সঙ্গে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কোন সংশ্লিষ্টতা নেই। যে নামটি সেখানে আছে ওই নামের সঙ্গে বিমানের কোন
ধরনের সম্পর্ক ও যোগাযোগ নেই। কাজেই বিমনের পাঠক, শুভাকাঙ্খি, শেয়ারহোল্ডার ও যাত্রী সাধারনের এনিয়ে ভুল বুঝার কোন অবকাশ নেই।
অনুসন্ধানে জানাগেছে বাংলাদেশ বিমান ইনকরপোরেট নামে যে অফশোর কোম্পানীটির নাম বলা হয়েছে সেটি খোলা হয়েছে হংকং থেকে। প্রশান্ত মহাসাগরের সোলেমান দ্বীপপুঞ্জের সামোয়া নামক একটি দ্বীপ থেকে এই প্রতিষ্ঠানটির রেজিস্ট্রেশন করা হয়েছে। এই প্রতিষ্ঠানের ২ জন শেয়ার হোল্ডার রয়েছেন।
এদিকে পানামা পেপারস কেলেংকারিতে জড়িয়ে পড়া ৫২ বাংলাদেশী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন-দুদক।
মঙ্গলবার দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান সংস্থাটির সচিব আবু মো. মোস্তফা কামাল। কর ফাঁকি দেয়াসহ টাকা পাচারের সঙ্গে জড়িত বাংলাদেশী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এই মুহূর্তে বেশি কিছু বলা যাচ্ছে না।
তবে ফাঁস হওয়া তথ্যের সত্যতা নিরুপণে দুদকের তদন্ত দল জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানান তিনি।
এদিকে সোমবার রাতে কর ফাঁকির আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকারের ফাঁস হওয়া আরও দুই লাখের বেশি গোপন নথি প্রকাশ করে ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে)। ‘পানামা পেপারস’ নামে পরিচিতি পাওয়া গোপন নথির এটি ছিল দ্বিতীয় কিস্তি।
বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৪টা থেকে https://offshoreleaks.icij.org/ এ ঠিকানায় এসব তথ্য সবার জন্য উš§ুক্ত করে দেয়া হয়।
ওয়েবসাইটে মোট ৫২ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য পাওয়া যায়। এর মধ্যে ৪ জনের ডাবল অ্যাকাউন্ট, ২ জনের স্বামী-স্ত্রী যৌথ অ্যাকাউন্ট ও ৩ প্রতিষ্ঠানের ৪ অ্যাকাউন্ট রয়েছে। এ নিয়ে অফশোর কোম্পানি পরিচালনাকারী মোট অ্যাকাউন্টের সংখ্যা ৫৬। এসব অ্যাকাউন্ট খুলতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে ২ প্রতিষ্ঠান ও ১ ব্যক্তি।
জার্মান দৈনিক জিটডয়েচ সাইতংয়ের অনুসন্ধানী সাংবাদিক বাস্তিয়ান ওবারমেয়ারের হাতে ২০১৪ সালে এসব নথি আসে।
আইসিআইজের তালিকায় যেসব ব্যক্তির নাম পাওয়া গেছে তারা হলেন- কফিল এইচএস মুইদ, রুডি বেঞ্জামিন, ইউসুফ রাইহান রেজা, ইশরাক আহমেদ, মিসেস নভেরা চৌধুরী, ফরহাদ গনী মোহাম্মদ, মেহবুব চৌধুরী, বিলকিস ফাতিমা জেসমিন, রজার বার্ব, মো. আবুল বাশার, জাইন ওমর, বেনজির আহমেদ, আফজালুর রহমান, মুল্লিক সুধীর, সরকার জীবন কুমার, নিজাম এম. সেলিম, মোহাম্মদ, মোকসেদুল ইসলাম, মোতাজ্জারুল ইসলাম, মোতাজ্জারুল ইসলাম, এম সেলিমুজ্জামান, আফজালুর রহমান, সৈয়দ সিরাজুল হক, এফএম জুবাইদুল হক, জাফরুল্লাহ কাজী, মোহাম্মদ আমিনুল হক, নাজিম একরামুল হক, ক্যাপ্টেন এমএ জাউল, কাজী রাইহান জাফর, মোহাম্মদ শাহেদ মাসুদ, সালমা হক, খাজা শাহাদাত উল্লাহ, সৈয়দা, সামিনা মির্জা, দিলিপ কুমার মোদী, মোহাম্মদ ফয়সাল করিম খান, মোহাম্মদ শাহেদ মাসুদ, জাফরুল্লাহ কাজী এবং জাফরুল্লাহ নিলুফার, জুলফিকার হায়দার, উম্মে রুবানা, আজমত মঈন, মির্জা এম ইয়াহিয়া, মিস্টার নজরুল ইসলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম, জাফের উম্মেদ খান, নিলুফার জাফরুল্লাহ, এএম জুবায়দুল হক এবং সালমা হক, আসমা মঈন, এএফএম রহমতুল বারী, এএসএম মুহিউদ্দিন মোনেম, খাজা শাহাদাত উল্লাহ, মাহতাবুদ্দিন চৌধুরী, জাফরুল্লাহ নিলুফার। এদের মধ্যে রুডি বেঞ্জামিন ও রজার বার্ব নামে দু’জন বিদেশীর নামও বাংলাদেশের নামের তালিকায় রয়েছে।
কোম্পানি : দ্য বেয়ারার, পেসিনা স্টেফানে ও বাংলা ট্রাক লিমিটেড নামে ৩টি কোম্পানির নামও জানা গেছে। মধ্যস্থতাকারী : স্টিফান পিরকার ও বিবিটিএল (কোম্পানি) এবং দিলিপ কুমার মোদি (ব্যক্তি) আইসিআইজের ওয়েবসাইটে প্রদত্ত অ্যাকাউন্টধারীদের ঠিকানা : ৪৪ বিডি ডিটটালাই নোনাকো; ৬৫-৬৬ মতিঝিল কমার্শিয়াল এরিয়া, ঢাকা-১০০০; আদালত ভবন রোড, শাহামাগারস, রাউজান, চট্টগ্রাম; এপিটি ১, হাউস ২১, রোড ১২৩, গুলশান, ঢাকা-১২১২; এপিটি ১, হাউস ২১, রোড ১২৩, গুলশান, ঢাকা-১২১২; এপিটি ২বি, হাউস ১৬, রোড ১, বারিধারা; রেসিডেন্সিয়াল এরিয়া, ঢাকা ১২১২; কনকর্ড টাওয়ার, স্যুইট নং ৯০১, বাংলামটর ১১৩, কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলাদেশ; হাউস ৩৩, রোড ২২, গুলশান-১, ঢাকা ১২১২; হাউস ৭৮, আলাউদ্দিন ফকির রোড, ইসলামপুর, টঙ্গী, গাজীপুর; হাউস ১৮, ব্লক-বি, বসুন্ধরা এভি., বসুন্ধরা আর/এ, ঢাকা; হাউস ১ রোড ৬, বারিধারা ১২১২, ঢাকা; হাউস-৪২৪, সাউথ মনিপুর মিরপুর, ঢাকা; হাউস নং ২৯, রোড নং ২, হিলভিউ রেসিডেন্সিয়াল এরিয়া ৫৭১, আনসিরাবাদ, পঞ্চলাইশ, চট্টগ্রাম; রোড নং ৪/এ, হাউস নং ৪/এ, বনানী, ওল্ড ডিওএইচএস, ঢাকা ১২১২; সেকশস-৬, ব্লক-বি, রোড-১, হাউস-৩১, মিরপুর, ঢাকা; ১৭০/এ বড় মগবাজার, আউটার সার্কেল রোড, ঢাকা-১০০০; ২৫বি, বিডি. রয়েল; ২৬১, বিডি মিচেলেট ১৩০০৯ মার্শেল; ৩/১/ই গাণ্ডা, সাভার, ঢাকা-১৩৪০; হাউস ৩, রোড ৩, খুলশি হিল চট্টগ্রাম; ফার্স্ট ফ্লোর, ৪ মহাখালী কমার্শিয়াল এরিয়া, ঢাকা-১২১২; রোড নং.-১৭, হাউস নং ৩১, ব্লক-ই, বনানী, ঢাকা-১২১৩; প্লট-৭৭, রোড নং ১৮, বনানী, গুলশান, ঢাকা; সিডব্লিউএন (এ) ৪, কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান-২, ঢাকা-১২১২; ৬৮, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা; হাউস ৬ (ডব্লিউডব্লিউবি) রোড ৬৭, গুলশান ২, ঢাকা ১২১৩; হারালা, চন্দনাইশ, চট্টগ্রাম; ৫৯২/এ নাজিরপুল, নাচ লেন. চট্টগ্রাম ৪১০০; হাউস নং ৪-এ, রোড নং ৭৩, গুলশান-২, ঢাকা; হাউস নং ২৫, সিইএস (এ), রোড নং ১২১, গুলশান, ঢাকা-১২১২; হাউস নং ৪-এ, রোড নং ৭৩, গুলশান ২, ঢাকা; হাউস ২৩ বি, রোড ৩৫, গুলশান ২, ঢাকা-১২১২; হাউস ৩৪, রোড ৫, ব্লক-জি, বনানী, ঢাকা-১২১২; হাউস-৫, রোড ৩২, সেকশন-৭, উত্তরা, ঢাকা; ১১১ বীর উত্তম সি. আর দত্ত রোড (সোনারগাঁও রোড) ঢাকা-১২০৫; রাজবাড়ি, কালিমহর; ১৫/১/বি তালাবাগ সোবাহানবাগ, ঢাকা-১২০৭; ফ্লাট ৪, হাউস ৬, রোড ১২৪, গুলশান, ঢাকা-১২১২।