ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ডিজিটাল ভর্তি জালিয়াতের অভিযোগে সাত শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার ও দু’জনকে সামিয়কভাবে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সভায় এ শাস্তি দেওয়া হয়।
শৃঙ্খলা পরিষদের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, ভর্তি জালিয়াতিতে অভিযুক্ত সাত শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
আর দু’জনকে সামিয়ক বহিষ্কার করে কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না সে বিষয়ে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।