চুরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় খরগোশ

বিশ্বের সবচেয়ে বড় খরগোশ দারিয়ুস চুরি হয়েছে।
এখন চোরের খোঁজ করছে পুলিশ।
সবশেষ ইংল্যান্ডের স্টোলটনে খরগোশের খাঁচায় দেখা গিয়েছিল ৪ ফুট দৈর্ঘ্যের দারিয়ুসকে।
পুলিশ জানিয়েছে, সপ্তাহান্তে বিশ্বের সবচেয়ে বড় এই খরগোশ নিখোঁজ হয়েছে। এখন তারা এটি খুঁজছে।

ওয়েস্ট মার্সিয়া পুলিশ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, উরচেস্টারশায়ারের স্টোলটনে নিজের বাড়ি থেকে চুরি যাওয়া অ্যাওয়ার্ড জয়ী খরগোশের ব্যাপারে আমরা তথ্য চাইছি।
এই খরগোশ ব্যতিক্রমী, বস্তুত এটা ৪ ফুট লম্বা।

২০১০ সালে গিনেস রেকর্ড বুকে নাম লেখায় দারিয়ুস।
সবচেয়ে বড় খরগোশ হিসেব এই রেকর্ডের মালিক হয় সে।
শনিবার রাতে মধ্যাঞ্চলীয় ইংল্যান্ডে একটি বাগান থেকে চুরি হয় দারিয়ুস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.