বাংলাদেশিরা আমিরাতে ভ্রমণ ভিসায় গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন

সংযুক্ত আরব আমিরাতে কাজের সন্ধানে ভ্রমণ ভিসা নিয়ে পাড়ি জমানো বাংলাদেশিরা প্রতারণার শিকার হচ্ছেন।

বেশ কয়েকজন ভুক্তভোগী গণমাধ্যমের কাছে এমন অভিযোগ করেছে। এ অবস্থায় বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রবাসীদের।

অনেক বাংলাদেশি উন্নত জীবনের আশায় ভ্রমণ ভিসা নিয়ে কাজের আশায় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান। কিন্তু প্রতারণার ফাঁদে পড়ছেন বেশির ভাগই। মূলত সংযুক্ত আরব আমিরাতে পর্যটক হিসেবে প্রবেশ করার পর ভিসা পরিবর্তন করতে গিয়েই প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশিরা। এক্ষেত্রে দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন অসংখ্য প্রবাসী।

ভ্রমণ ভিসায় অনভিজ্ঞরা কাজের সন্ধানে আমিরাত যাওয়ায়, অনেক ক্ষেত্রে তাদের নিয়োগ দেওয়া সম্ভব হয় না। তবে বিপুল অর্থ খরচ করে ভ্রমণ করা ব্যক্তিরাও দেশে ফিরেতে রাজি হন না। আর এ সুযোগে অনিশ্চয়তার মধ্যে থাকা, বাংলাদেশিদের ফাঁদে ফেলে দালালচক্র।

ভুক্তভোগীদের অভিযোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগদানের কথা বলে নামসর্বস্ব বাংলাদেশি কিছু কনসালটেন্সি প্রতিষ্ঠান এবং দালালচক্র হয়রানির পাশাপাশি অর্থ হাতিয়ে নিচ্ছে। এদের ফাঁদে পড়ে অসংখ্য যুবক এখন অবৈধ হয়ে পথে পথে ঘুরছেন। বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে প্রবাসীদের দুর্দশা লাঘবের আহ্বান ভুক্তভোগীদের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.