বিমান চলাচলে বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে চুক্তি

বিমান চলাচলের জন্য বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে একটি চুক্তি সই হয়েছে। দুই দেশের মধ্যে ভিয়েনায় এই বিমান পরিষেবা চুক্তি (এএসএ) সই হয়।

আজ মঙ্গলবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বাংলাদেশের পক্ষে অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত এবং অস্ট্রিয়ান ইউরোপীয় ও আন্তর্জাতিক বিষয়ক রাষ্ট্রদূত আন্দ্রেয়াস রিয়েকেন অস্ট্রিয়ার পক্ষে চুক্তিতে সই করেছেন।

এই চুক্তি বাংলাদেশ ও ভিয়েনা অঞ্চলের মধ্যে পণ্য ও যাত্রী পরিবহনে একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে রূপান্তরিত করতে সহায়তা করবে।

উভয় দেশই প্রত্যাশা করেছে, এই চুক্তিটি অদূর ভবিষ্যতে যাত্রী ও কার্গো ফ্লাইট প্রক্রিয়া ত্বরান্বিত এবং দুই দেশের মধ্যে ব্যবসায়ের সুযোগ প্রসারিত করবে।

এই চুক্তি সাক্ষরের মাধ্যমে প্রবাসি বাংলাদেশিদের দীর্ঘদিনের দিনের দাবি অর্জিত হয়েছে। অস্ট্রিয়ায় বসবাসরত প্রবাসি বাংলাদেশিরা দীর্ঘদিন ধরেই অস্ট্রিয়া বাংলাদেশ সরাসরি বিমান চলাচলের দাবি জানিয়ে আসছিলেন।

অস্ট্রিয়ার প্রবাসী বাংলাদেশিরা এই উদ্যোগের জন্য ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস এবং অস্ট্রিয়ার সরকারকে ধন্যবাদ জানান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.