শাহজালাল বিমানবন্দরে জব্দকৃত গরু রাখা হলো কোয়ারেন্টিনে

নিষিদ্ধ থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অবৈধভাবে আমদানি করা ব্রাহমা জাতের ১৭টি গরু সাভার ডেইরী ফার্মের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
গরুগুলোকে প্রাথমিকভাবে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হবে বলে নিশ্চিত করেছেন সাভার কেন্দ্রিয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক এস এম আওয়াল হক।

এর আগে গত সোমবার দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে ১৮টি গরু।
তবে বাংলাদেশে ব্রাহমা জাতের গরু আমদানির অনুমতি না থাকায় গরুগুলো জব্দ করে ঢাকা কাস্টম হাউস।
তবে একটি গরু সাভারে আনার আগেই বাক্সের ভিতরে মারা যায়।
সরেজমিনে সাভার ডেইরী ফার্মে গিয়ে দেখা যায়, আমেরিকা থেকে আনা ১৮টি গরুর মধ্যে ১৭টি গরু ডেইরী ফার্মের ভিতরে ঘুরে বেড়াচ্ছে।
একটি গরু সাভারে আনার আগেই বাক্সের ভিতরে মারা যায়, সেটিকে ডেইরী ফার্মের ভিতরে মাটি খুঁড়ে কবর দেওয়া হয়েছে।
পানির মধ্যে বালু ফেলে জায়গাগুলো সমান করে জীবিত গরুগুলোকে বিচরণের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।
এছাড়া গরুগুলোর দেখাশুনার জন্য ডেইরী ফার্মের লোকজনের পাশাপাশি সাদেক এগ্রোর পক্ষেও কয়েকজন লোক সেখানে অবস্থান করছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.