সৌম্যর দুর্দান্ত ফিল্ডিংয়ে আউট জিম্বাবুয়ের অধিনায়ক

হার্ডহিটার চাকাভাকে হারিয়ে বিপদে পড়ার কথা ছিল জিম্বাবুয়ের। কিন্তু সে কথা একটুও টের পেতে দেননি ওয়েসলি মাধেভেরে। এবার দলের ত্রাতা হয়ে এলেন এই অলরাউন্ডার।

তৃতীয় উইকেটে ডিয়ন মায়ার্সকে সঙ্গে করে ৪২ বলে পঞ্চাশ রানের জুটি গড়ে দলকে বিপদ মুক্ত করেছেন মাধেভেরে।

৪৫ বলে এই অফ স্পিনিং অলরাউন্ডার ফিফটিও করেছেন। ৫টি বাউন্ডারি ও এক ছক্কায় টি-টোয়েন্টির অর্ধশতক সাজিয়েছেন মাধেভেরে। দলীয় রান ১০০ ছাড়িয়ে নিয়ে যান মাধেভেরে-মায়ার্স জুটি।

বিপজ্জনক জুটি না দ্রুত ভাঙার যথাসম্ভব চেষ্টা করেন মাহমুদউল্লাহ। অবশেষে পেসার শরিফুল সেই সাফল্য এনে দেন।

বাঁহাতি পেসারের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হয়েছেন মায়ার্স। অফ স্টাম্পের বাইরের শর্ট বলে তুলে মারেন মায়ার্স। ডিপ পয়েন্টের ফিল্ডার মেহেদি হাসানকে পেরিয়ে যেতে পারেনি তা। ৪৯ বলের ৫৭ রানের জুটি ভাঙে।

মায়ার্সের আউটের সময় জিম্বাবুয়ের স্কোর ছিলে ৩ উইকেটে ১০১। ক্রিজে ওয়েসলি মাধেভেরের সঙ্গী হন অধিনায়ক সিকান্দার রাজা।

কিন্তু বেশিক্ষণ টেকেননিঅ সরাসরি থ্রোয়ে সিকান্দার রাজাকে রান আউট করে দিলেন সৌম্য সরকার।

সাকিব আল হাসানের বলে দ্রুত একটি রান নিয়ে ওয়েসলি মাধেভেরেকে স্ট্রাইক দিতে চেয়েছিলেন রাজা। ঝুঁকিপূর্ণ সেই রানের চেষ্টাই ৪ রানে থামেন রাজা।

১৬ ওভারে জিম্বাবুয়ের স্কোর ৪ উইকেটে ১২৪।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.