ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনাকেও পেছনে ফেলে দিল জাপান

ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনাকেও পেছনে ফেলে দিল জাপান। আগে খেলা প্রিয়  মানুষ ফুটবল বলতেই মানুষবুঝতের ব্রাজিল আর আর্জেন্টিনা। কিন্তু টোকিও অলিম্পিক সেই বক্তব্যকে যেন মিছে প্রমাণ করতে শুরু করেছে।

দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ফুটবল ইভেন্ট দ্বিতীয় দিন পার করল। মাত্র দুদিনে হলেও গেমসে অংশ নেওয়া ১৬ দলই দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। আর সেই ফলে শতভাগ জয়ের সাফল্য নিয়ে এগিয়ে চলছে গেমসের আয়োজক দেশ জাপান।

সাফল্যের দিক থেকে ব্রাজিল-আর্জেন্টিনা অনেক পিছিয়ে জাপানের চেয়ে।

এখন পর্যন্ত দুটি ম্যাচেই জয় পাওয়া দেশ একমাত্র জাপান। দুই ম্যাচ জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে জাপান। আর কোনো দল হারের মুখ না দেখলেও জয় পায়নি।

বিশ্বসেরাদের নিয়ে একাদশ গড়ে গেমসে অংশ নেওয়া ব্রাজিলও শতভাগ জয় পায়নি। প্রথম ম্যাচে জার্মানিকে ৪-২ গোলে হারালেও রোববার দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছে আইভারি কোস্টের বিপক্ষে।

আর্জেন্টিনা প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরেই অলিম্পিক যাত্রা করেছে। রোববার দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে কোনোমতে মিসরকে হারিয়েছে।

কিন্তু জাপান প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারানোর পর রোববার দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে হারিয়েছে মেক্সিকোকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.