একাধিক নারীকে যৌন হয়রানি করায় নিউইয়র্ক গভর্নরের পদত্যাগ চান বাইডেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমোর পদত্যাগ চান প্রেসিডেন্ট জো বাইডেন।

একাধিক নারীকে তিনি যৌন হয়রানি করেছেন বলে স্বাধীন তদন্তে উঠে আসার পর বাইডেন এ প্রতিক্রিয়া জানান। খবর বিবিসির।

তবে কুমো এখনও বলছেন, তিনি কোনো অন্যায় করেননি। তাই তিনি পদত্যাগ করবেন না বলেও জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের তারকা রাজনীতিবিদের মধ্যে কুমো অন্যতম। তিনি একাধিক নারীকে যৌন হয়রানি এবং ফেডারেল ও অঙ্গরাজ্যের আইন লঙ্ঘন করেছেন বলে স্বাধীন তদন্তে পাওয়া গেছে।

তাকে অভিশংসনের দাবি জোরালো হয়ে উঠেছে। একাধিক দেওয়ানি ও ফৌজদারি আইনের মামলা তাকে মোকাবিলা করতে হতে পারে।

 

গত তিন মাসব্যাপী তদন্ত দল অভিযোগকারী নারীদের সঙ্গে কথা বলেছে। তদন্ত দলের পক্ষ থেকে গভর্নর কুমোকেও ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

মঙ্গলবার সকালে তদন্ত প্রতিবেদন প্রকাশের পর গভর্নর কুমো এক বিবৃতিতে বলেন, তদন্ত প্রতিবেদনে ঘটনা যেভাবে বর্ণনা করা হয়েছে, প্রকৃত চিত্র সম্পূর্ণ ভিন্ন।

কুমো দাবি করেন, তিনি কখনও কোনো নারীকে অশালীনভাবে স্পর্শ করেননি। অনাকাঙ্ক্ষিত যৌনতামূলক কোনো কাজ তিনি করেননি।

কুমো বলেন, ‘আমি ৬৩ বছর বয়সি একজন মানুষ। আমার সারাজীবনই জনসমক্ষে কেটেছে। আমি কখনও এমন লোক নই।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.