অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে তোলপাড়

2016_06_23_16_31_38_SCLrurv9a8uWWJxJWmjmiWHA4PUYXu_originalঅস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে বেশ অনেকদিন যাবতই চলছে বাদানুবাদ। অরল্যান্ডো হামলার পর এই আইন প্রণয়ন নিয়ে জোরদার হয়েছে ডেমোক্র্যাট দলের নেতারা। অস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রণয়নে ভোটের ডাক দিয়ে কংগ্রেসের নিম্নকক্ষে অবস্থান ধর্মঘট করেছে তারা।

অরল্যান্ডোতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সমকামীদের নাইটক্লাবে গুলিবর্ষণে ৪৯ জন নিহত হন। যুক্তরাষ্ট্রের ইতিহাসের ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি হিসেবে ধরা হয় এই হামলাকে। যুক্তরাষ্ট্রের শিথিল অস্ত্র নিয়ন্ত্রণ আইনের কারণেই এই জাতীয় হামলার মাত্রা বেশি করে হচ্ছে বলে মনে করে দেশটির প্রধান রাজনৈতিক দল ডেমোক্র্যাটরা।

কিন্তু রিপাবলিকানরা অবস্থান নিয়েছে ঠিক বিপরীতে। তারা অস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রণয়নে কিছুতেই রাজি নয়। আইন যাতে পাশ না হয় সেজন্য কংগ্রেসে অচলাবস্থা সৃষ্টি করেছে তারা।

এমনকি বৃহস্পতিবার সকালে যখন ডেমোক্র্যাটরা অবস্থান ধর্মঘট শুরু করে রিপাবলিকানরা সেটা প্রতিরোধ করার চেষ্টা করে এবং ভিতরকার টিভি ক্যামেরাগুলো বন্ধ করে দেয়। এমনকি কয়েকজন রিপাবলিকান ডেমোক্র্যাটদের উপর তেড়ে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে হাতাহাতির মত পরিস্থিতি সৃষ্টি হয়।

কিন্তু প্রতিকূলতা সত্ত্বেও প্রায় ২৪-১৫ জন ডেমোক্র্যাট তাদের জায়গা থেকে নড়েন নি। বরং মোবাইল ফোনে লাইভ ভিডিও আপডেট দিয়ে যাচ্ছেন। ফেসবুক, টুইটার, পেরিস্কোপের মত সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার হচ্ছে তাদের অবস্থান ধর্মঘট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.