উজবেকিস্তানের একটি স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সীমান্তের কাছাকাছি উজবেকিস্তানে আফগান মিলিটারি জেট বিধ্বস্ত হয়েছে। সোমবার ওই গণমাধ্যম এ বিষয়ে একটি ভিডিও শেয়ার করে ম্যাসেজিং অ্যাপসে।
ছবিতে দেখা যায় উজবেকিস্তানের একেবারে দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত হওয়া জেটটির পাশে বিমানবাহিনীর ইউনিফর্ম একজনকে চিকিৎসা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। খবরে আরও বলা হয়, আফগানিস্তানের সেনাবাহিনীতে কাজ করেন এমন দুজনকে তিরমিজ প্রদেশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে উজবেকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর সাথে কথা বলেছে রাশিয়ান বার্তাসংস্থা তাস। তিনি জানিয়েছেন, খবরটি খতিয়ে দেখা হচ্ছে। এর বাইরে আর কোনো মন্তব্য করতে রাজি হননি প্রতিরক্ষামন্ত্রী।