আফগান নারী খেলোয়াড়দের আত্মগোপনে থাকতে বললেন খালিদা

আফগান নারী খেলোয়াড়দের আত্মগোপনে থাকতে বললেন খালিদা। তালেবান অভ্যুত্থানের কারণে আফগানিস্তানের মানুষ এখন জীবন নিয়ে শঙ্কিত। আফগানিস্তানের নারী খেলোয়াড়দের এই মুহূর্তে নিজেদের লুকিয়ে থাকার পরামর্শ দিলেন আফগান সাবেক নারী ফুটবলার খালিদা।

এখন থেকে ২০ বছর আগে তালেবান যখন প্রথম দফায় আফগানিস্তান দখল করেছিল ঠিক সেই সময় বাবা-মায়ের সঙ্গে ডেনমার্কে চলে যান খালিদা পোপাল। এখন ডেনমার্কে থাকেন তিনি।

ডেনমার্ক থেকেই নিজের দেশের নারী ফুটবলারদের নিয়ে চিন্তিত পোপাল বলেন, নিজেদের লুকিয়ে রাখো, যদিও জানি, কাজটা সহজ নয়। তবু নাম-ধাম গোপন রেখে নিজেকে ঘিরে রাখো অজ্ঞতার কুয়াশায়। এভাবে নিজেকে লুকিয়ে রেখে বাঁচতে হবে।

পোপাল আরও বলেন, আমাদের প্রজন্ম স্বপ্ন দেখতে শুরু করেছিল, তারা চেয়েছিল ফুটবলকে নতুন স্তরে পৌঁছে দিতে। আমার কাছে এটা শুধু খেলা নয়, এটা নারীদের স্বাধীনতা প্রতিষ্ঠার হাতিয়ার। আমি একবার টেলিভিশন চ্যানেলে বলেছিলাম তালেবান দেশের শত্রু। তারপর থেকেই আমাকে খুনের হুমকি দেওয়া হয়।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে আফগানিস্তান ছেড়ে বাবা-মার সঙ্গে ডেনমার্কে চলে যান শিশু খালিদা পোপাল। ২০ বছর পর আফগানিস্তানে ফিরে ফুটবল খেলা শুরু করেন তিনি। তবে ২০১৬ সালে তালেবানদের দেশের শত্রু বলে মৃত্যুর হুমকি পেয়ে আফগানিস্তান ছেড়ে ডেনমার্কে চলে যান পোপাল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.