আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে শুধু ভাত পানি খেতেই খরচ ১২ হাজার টাকা

তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন হওয়ার পর ১০ দিন পার হয়েছে। সবাই এখন দেশ ছাড়তে ভিড় করেছে কাবুল বিমানবন্দরে।
বিমানবন্দর ও এর আশপাশে এলাকায় খাবারের দাম এখন আকাশচুম্বী।
এক বোতল পানির দাম পড়েছে ৪০ মার্কিন ডলারের মতো।

জানা যায়, আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক বোতল পানি ৩৫০০, ভাতের প্লেট ৮৫০০ টাকা।
দাম আকাশচুম্বী হলেও ক্ষুধা মেটাতে বাধ্য হয়েই তা কিনতে হচ্ছে মানুষকে।
মানুষের আস্থা-ভরসাও ভেঙে পড়তে শুরু করেছে। শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়ছেন অনেকেই।

ফজল-উর-রেহমান নামে এক ব্যক্তি বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘কাবুল বিমানবন্দরে এখন এক বোতল পানি ৪০ মার্কিন ডলারে এবং এক প্লেট ভাত ১০০ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে।
সেখানে আফগানি মুদ্রার বদলে কেবল মার্কিন ডলারে বেচাকেনা চলছে।
এই উচ্চ মূল্যের কারণে সেখানে খাবার ও পানীয় এখন সাধারণ মানুষের নাগালের বাইরে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.