ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ২

2.+Californiaযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলের পাহাড়ি বনে লাগা দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করছে।

শনিবার পর্যন্ত দাবানলে ভস্মীভূত হয়েছে দেড়শ বাড়ি, নিহত হয়েছে অন্তত দুইজন।

কর্মকর্তারা জানিয়েছেন, আরো ৭৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছড়িয়ে পড়া আগুনের কারণে স্থানীয় আরো বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে সরে পড়তে হতে পারে।

বৃহস্পতিবার কের্ন কাউন্টির ব্যাকার্সফিল্ড এলাকা থেকে ৬৪ কিলোমিটার উত্তরপূর্বে তথাকথিত ‘এরস্কিন’ নামের দাবানলটির সূত্রপাত হয়।

এতে দুই দিনে কয়েক হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হন। এ পর্যন্ত তিন দমকল কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার বিকাল পর্যন্ত দাবানলটি ৩৫ হাজার সাতশ একর জায়গায় ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এক হাজার একশ দমকল কর্মী।

কের্ন কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন।

কের্ন কাউন্টির দমকল বাহিনীর ক্যাপ্টেন টাইলার টাউনসেন্ড জানিয়েছেন, দাবানলের কারণে বিপুল সংখ্যক মানুষ বিপদের মুখে রয়েছে।

ক্যালিফোর্নিয়ায় পাঁচ বছর ধরে খরা চলছে। শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার পাশাপাশি অত্যন্ত শুকনা ঝোপ ও ঘাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ব্যাপক আকার ধারণ করেছে।

আগুনে পুড়ে নিহত দুজনের পরিচয় শনাক্ত করতে পারেনি কর্মকর্তারা। তদন্তকারীরা সাউথ লেক এলাকায় ভস্মীভূত একটি মোবাইল হোমে কিছু হাড়গোড় পেয়েছেন, তা নিহত তৃতীয় আরেকজনের দেহাবশেষ বলে মনে করছেন তারা।

দাবানলটির সূত্রপাত কীভাবে হল তা জানা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.