জুলফিকার আলী ভুট্টো ছাড়া পাকিস্তানের আর কোনো প্রধানমন্ত্রী এখন পর্যন্ত পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে পারেননি।
দেশটির ৭৪ বছরের ইতিহাসে আর সব প্রধানমন্ত্রীকেই নিজ মেয়াদ পূর্ণ করার আগেই দায়িত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে।
অধিকাংশ ক্ষেত্রেই তাদের ক্ষমতাচ্যুতির পেছনে মূল ভূমিকা রেখেছে সেনাবাহিনী।
তবে পর্যবেক্ষকরা মনে করছেন, দেশটির ২২তম প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষেত্রে এবার এর ব্যতিক্রম ঘটলেও ঘটতে পারে।
ক্ষমতায় আসার আগে থেকেই পাকিস্তানি সামরিক বাহিনীর সমর্থনপুষ্ট তিনি।
তার আমলে দেশটির বেসামরিক প্রশাসন ও অর্থনীতিতে সামরিক বাহিনীর অবস্থান আরো জোরালো হয়েছে। ফলে শেষ পর্যন্ত তাদের সমর্থন পাবেন তিনি।
সেক্ষেত্রে দেশটির ইতিহাসে দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে নিজের মেয়াদ পূর্ণ করতে যাচ্ছেন ইমরান খান।