হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ হাজার অবৈধ ভিওআইপি কলিং কার্ডসহ এক যাত্রীকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা।
মঙ্গলবার মধ্যরাতে হাসান আলী নামে ওই যাত্রীকে আটক করা হয়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই যাত্রী কার্ডগুলো নিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় এয়ার এরাবিয়ার (থ্রিএল-০৬৬) ফ্লাইটের বোর্ডিং চলছিল।
মধ্যরাতে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ-৬ এ ওই যাত্রীকে তল্লাশি করে ৩ হাজার পিস ভিওআইপি কলিং কার্ড পাওয়া যায়।
প্রতিটি কল কার্ড ১০ মার্কিন ডলার সমমূল্যের।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর কল কার্ডসহ ওই যাত্রীকে কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়।