পাকিস্তানে জিন্নাহর ভাস্কর্য গুঁড়িয়ে দিলো বালুচ মুক্তিকামীরা

পাকিস্তানের বুকে গুঁড়িয়ে দেওয়া হল দেশটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ভাস্কর্য। রবিবার বালুচিস্তানের বন্দরশহর গদরে বিস্ফোরণে চূর্ণবিচূর্ণ হয়ে যায় মোহাম্মদ আলী জিন্নাহর ভাস্কর্যটি। ওই হামলার দায় স্বীকার করেছে বালুচ বিদ্রোহী সংগঠন ‘বালুচ লিবারেশন ফ্রন্ট’।

বিবিসি উর্দুর বরাত দিয়ে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন জানিয়েছে, চলতি বছরের শুরুতে বালোচিস্তানের একটি ‘সুরক্ষিত’ এলাকায় জিন্নার মূর্তিটি স্থাপন করেছিল প্রশাসন।
গতকাল রাতে সেটির নিচে বিস্ফোরক পুঁতে দেয় বালুচ বিদ্রোহীরা।
প্রচণ্ড বিস্ফোরণের কারণে ধুলোয় মিশে যায় জিন্নার মূর্তিটি।
বহুদিন ধরেই পাকিস্তানের দখলে থাকা বালুচিস্তানকে স্বাধীন করার চেষ্টা চালাচ্ছে সংগঠনটি। এই ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন।
বিদ্রোহীদের খোঁজে অভিযান শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী।
খোদ পাকিস্তানের বুকে জিন্নার ভাস্কর্য ভাঙার ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসেছে ইসলামাবাদ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.