ইমেইল বিতর্ক: হিলারির সাক্ষাৎকার নিলো এফবিআই

file (3)পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে রাষ্ট্রীয় ইমেইল পাঠানোর নিয়ে চলা তদন্তের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের সাক্ষাৎকার নিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

শনিবার ওয়াশিংটনে এফবিআই-র সদরদপ্তরে সাড়ে তিন ঘটনা ধরে হিলারি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বলে তার প্রচারণা শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে।

মাত্র চার মাস পর ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্র্রেসিডেন্ট নির্বাচন। এর আগে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারির ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে রাষ্ট্রীয় ইমেইল পাঠানো নিয়ে তদন্তের বিষয়টি ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে।

হিলারির প্রচারণা শিবির গত কয়েক মাস ধরে ইমেইল বিতর্ককে খাটো করে দেখানোর চেষ্টা করেছে।

এমএসএনবিসিকে দেওয়া অপর এক সাক্ষাৎকারে হিলারি জানিয়েছেন, এফবিআইকে সাক্ষাৎকার দিয়ে তিনি সুখী বোধ করছেন।

হিলারি বলেন, “এক বছরেরও বেশি সময় ধরে আমি এ বিষয়ে (প্রশ্নের) উত্তর দিয়ে আসছি।”

সাক্ষাৎকারটি ‘স্বেচ্ছাপ্রণোদিত’ ছিল বলে দাবি করেছেন হিলারির এক মুখপাত্র।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার এই গুরুত্বপূর্ণ সময়ে তদন্তটি কোনো সিদ্ধান্তে পৌঁছাচ্ছে, হিলারির সাক্ষাৎকার এমন কোনো ইঙ্গিত দিচ্ছে কীনা, তা পরিষ্কার হওয়া যায়নি।

এর আগে হিলারির সাবেক কর্মীদের অনেকের সাক্ষাৎকার নিয়েছে এফবিআই, যাদের মধ্যে তার প্রধান সহযোগী হুমা আবেদিনও আছেন।

আনুষ্ঠানিকভাবে হিলারিকে এখনও ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়নি। চলতি মাসের শেষ দিকে দলটির জাতীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিভিন্ন জরিপে আভাস পাওয়া যাচ্ছে, হোয়াইট হাউসে যাওয়ার দৌঁড়ে হিলারি তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প থেকে অনেকটা এগিয়ে আছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.