১০ হাজার সিরীয় শরণার্থী নেবে যুক্তরাষ্ট্র

downloadমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অঙ্গীকার অনুযায়ী চলতি অর্থবছরে ১০ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ কথা ঘোষণা করেন। খবর এএফপির।

যুদ্ধের পরিস্থিতির পালিয়ে আসা এই শরণার্থীদের সংকট সমাধানে ধীরগতির কারণে কিছু মানবাধিকারকর্মী ওয়াশিংটনের সমালোচনা করেছেন। জন কেরি জানান, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা সংস্থাগুলোর যাচাই-ছাইয়ের পর জাতিসংঘের শরণার্থীশিবির থেকে ১০ হাজার আশ্রয়প্রত্যাশীকে নেওয়া হবে। তিনি জানান, গত অর্থবছরের তুলনায় শরণার্থী নেওয়ার সংখ্যা এবার ছয় গুণ বাড়ানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর থেকে অর্থবছর শুরু হয়। শেষ হয় পরের বছরের ৩০ সেপ্টেম্বরে। বলা হচ্ছে, এই সময়ের মধ্যে নেওয়া শরণার্থীদের মধ্যে অগ্রাধিকার পাবেন বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীরা।
জন কেরি বলেন, ‘আমি গর্বের সঙ্গে বলতে চাই, জরুরি সহায়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি অবদান রাখছে। এরপরও আরও অনেক কিছু করার প্রয়োজন রয়েছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.