মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডেমোক্রেট দলের মনোনয়ন পেয়ে ইতিহাস গড়লেন হিলারি ক্লিনটন। দেশটির ২২৯ বছরের প্রেসিডেন্ট পদে নির্বাচনে এই প্রথম কোনো নারীকে দেশের সর্বোচ্চ এ পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিলো কোনো রাজনৈতিক দল। আগামী ৮ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে হিলারি জয়ী হলে তিনি হবেন চতুর্থ ডেমোক্রেট, যিনি সরাসরি আরেক চতুর্থ ডেমোক্রেট প্রেসিডেন্টের উত্তরসুরি হবেন। সোয়া দুইশ’ বছরের নির্বাচনের ইতিহাসে এটি হবে ওই দলের জন্য নতুন মাইলফলক।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদে প্রথম নির্বাচন শুরু ১৭৮৯ সালে। একই বছরের ৩০ এপ্রিল অনুষ্ঠিত ওই নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হন জর্জ ওয়াশিংটন। দেশটির প্রেসিডেন্ট পদে নির্বাচনের ধারাবাহিকতায় সর্বশেষ প্রেসিডেন্ট চতুর্থ ডেমোক্রেট দলের বারাক ওবামা।
ডেমোক্রেট দল থেকে এ পর্যন্ত মাত্র ৩ জন চতুর্থ ডেমোক্রেট সরাসরি আরেক চতুর্থ ডেমোক্রেটের উত্তরসূরি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন। সর্বশেষ ১৯৪৫ সালে চতুর্থ ডেমোক্রেট প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিনের উত্তরসুরি হয়েছিলেন হ্যারি ট্রুম্যান। এর আগে ১৮৫৭ সালে প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন পিয়ার্সের উত্তরসুরি হন জেমস বুচানান। ১৮৩৭ সালে দলের প্রেসিডেন্ট এন্ড্রু জেকসনের উত্তরসুরি হন মাটিন ভ্যান বোরেন, যা ছিল দলের ইতিহাসে প্রথম। আসন্ন নির্বচনে হিলারি ক্লিনটন জয়ী হলে চতুর্থ ডেমোক্রেট দলের উত্তরসুরি হওয়ার ইতিহাস নতুন করে লেখা হবে এবং তিনি হবে দলের চতুর্থ প্রেসিডেন্ট যিনি সরাসরি আরেক ডেমোক্রেটের উত্তরসূরি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসবেন।
যুক্তরাষ্ট্রের সোয়া দুইশ’ বছরের কিছু বেশি সময়ের নির্বাচনী ইতিহাসে এ পর্যন্ত টানা চারবার দু’দফায় জিতেছেন রিপাবলিকান দলের প্রার্থীরা। প্রথম বার এ দলের প্রার্থীরা টানা জিতেছিলো ১৮৬৯ সাল থেকে ১৮৮৫ সাল পর্যন্ত চারবার। দ্বিতীয় বারে টানা চারবার জিতেছিলো এ দলের প্রার্থীরা ১৮৯৭ থেকে টানা ১৯১৩ সাল পর্যন্ত। টানা তিনবার জিতেছিলো রিপাবলিকান দলের প্রার্থীরা ১৯২১ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত।
একই সময়ে ডেমোক্র্যাট প্রার্থীরা টানা জিতেছিলো পাঁচবার। সেটা ছিলো ১৯৩৩ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত। টানা তিনবার প্রেসিডেন্ট নির্বাচন হন ফ্রাঙ্কলিন রুজভেল্ট, ক্ষমতায় ছিলেন ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত। উত্তরসুরি হিসেবে ক্ষমতায় আসেন দলের হ্যারি ট্রুম্যান।
দেশটির ইতিহাসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হন দু’জন। প্রথম স্বতন্ত্র প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন। দ্বিতীয় জন টেলর, যিনি নির্বাচিত হন ১৮৪১ সালে।