তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প

c21a0b6bed6b7e48c6c69aed91476472-19গত সপ্তাহে অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে পাকিস্তানি বংশোদ্ভূত খিজির খান তাঁর নিহত ছেলে মার্কিন সেনাবাহিনীর ক্যাপ্টেন হুামায়ূন খানের আত্মত্যাগকে স্মরণ করে দেওয়া ভাষণের জন্য প্রশংসিত হয়েছিলেন। সেই ভাষণে তিনি মুসলিম বিরোধিতার জন্য রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেন। সেই বক্তব্যের জন্য খিজির খান ও তাঁর স্ত্রী গাজালা খানের নিন্দা করে ব্যাপক পাল্টা সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প।
খিজির খান ফিলাডেলফিয়ায় তাঁর ভাষণে বলেছিলেন, ট্রাম্প তাঁর জীবনে কোনো আত্মত্যাগ করেননি। তিনি মার্কিন সংবিধান কখনো পড়ে দেখেছেন কি না, সে ব্যাপারেও তিনি সন্দেহ প্রকাশ করেন। এই সময় খিজিরের স্ত্রী গাজালা খান নীরবে পাশে দাঁড়িয়ে ছিলেন।
খিজির খানের বক্তব্যে আঁতে ঘা লেগেছিল ডোনাল্ড ট্রাম্পের। গত শনিবার এবিসি টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি অবশ্যই সংবিধান পড়েছি। আমার সম্পর্কে এমন কথা বলার কোনো অধিকার তাঁর নেই।’ তিনি কোনো আত্মত্যাগ করেননি, সে কথা প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন, ‘আমি বিস্তর আত্মত্যাগ করেছি, লাখ লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করেছি।’ তবে তিনি ঠিক কীভাবে আত্মত্যাগ করেছেন, ট্রাম্প তার কোনো ব্যাখ্যা দেননি।
খিজির খানের স্ত্রী গাজালা কোনো কথা না বলে নীরবে স্বামীর পাশে দাঁড়িয়ে ছিলেন, সে কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, হয়তো তাঁকে কথা বলতে দেওয়াই হয়নি। সরাসরি না বললেও ট্রাম্প ইঙ্গিত করেন, মুসলিম পারিবারিক নিয়মে মেয়েদের নীরব থাকাই নিয়ম। কারণ তাঁরা স্বামীর অনুগত।
গত শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারে গাজালা খান বলেন, নিহত ছেলেকে নিয়ে কোনো কথা বলা তাঁর জন্য কঠিন। তিনি বলেন, ‘আমার ছেলের ছবি আছে এমন কোনো কক্ষে আমি প্রবেশ পর্যন্ত করতে পারি না।’
এভাবে স্ত্রীর সমালোচনা করায় ট্রাম্পের বিরুদ্ধে কড়া বক্তব্য দেন খিজির খান। এক টিভি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একজন নিহত সৈনিকের পরিবারের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, ট্রাম্প তা জানেন না।’
রিপাবলিকান সম্মেলনে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ফার্স্ট লেডি মিশেল ওবামার পুরোনো ভাষণ থেকে কথা চুরি করে ব্যবহার করেছেন, সে কথা উল্লেখ করে খিজির খান বলেন, ‘আমি কারও ভাষণ নকল করিনি।’
খিজির জানান, স্ত্রী গাজালা তাঁকে ভাষণ লিখতে সাহায্য করেন। তিনি ট্রাম্পের তিন স্ত্রী রয়েছে এমন কথা বলতে চেয়েছিলেন, কিন্তু গাজালা নিষেধ করায় তা থেকে বিরত থাকেন। গাজালা তাঁকে পরামর্শ দিয়ে বলেছেন, ‘আমাদের উচিত হবে না ট্রাম্পের মতো নিচে নামা।’
ট্রাম্পের নিন্দা করেছেন একাধিক রিপাবলিকান নেতা। ওয়াইওর গভর্নর জন কেইসিক ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে বলেন, একজন নিহত বীর সৈনিকের পরিবারের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, ট্রাম্প তা জানেন না। ট্রাম্পকে নিজ দলের প্রার্থী হিসেবে সমর্থন করতে অস্বীকার করেছেন কেইসিক। ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশের ক্যাম্পেইন ম্যানেজার ট্রাম্পকে ‘অমানবিক’ বলে তাঁর বক্তব্যের নিন্দা করেন। সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের একজন মুখপাত্র তাঁকে প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য বলে বর্ণনা করেন।
বাংলাদেশি বংশোদ্ভূত রক্ষণশীল মার্কিন ভাষ্যকার রায়হান সালামও ট্রাম্পের সমালোচনা করেছেন। তিনি বলেন, শোকগ্রস্ত এই পরিবারকে আক্রমণ না করে ট্রাম্পের উচিত ছিল তাদের প্রতি সমবেদনা জানানো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.