মাত্র ৯% মার্কিনীর ভোটে প্রার্থী হয়েছে ট্রাম্প ও হিলারি

2016_08_01_17_30_53_75TPVNBRbx8HWe0RhbUGpNFpaq0dBS_originalআসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক দলের দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটনকে ভোট দিয়ে নির্বাচন করেছে মোট মার্কিন জনসংখ্যার মাত্র ৯ শতাংশ।

আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০১৬। ইতিমধ্যে দেশটির অঙ্গরাজ্যগুলোতে প্রাথমিক নির্বাচনের মাধ্যমে প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচন সম্পন্ন হয়েছে।

ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে, মাত্র ৯ শতাংশ মার্কিনীর ভোটে নির্বাচিত হয়েছেন তারা।

নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রায় ৩২৪ মিলিয়ন বা ৩২ কোটি ৪০ লাখ মানুষের বসবাস। প্রতি বর্গ কিলোমিটারে গড়ে রয়েছে ১০ লাখ মানুষ।

এদের মধ্যে ১০ কোটি ৩০ লাখ হচ্ছে শিশু অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক, অনাগরিক কিংবা গুরুতর অপরাধী। কাজেই তাদের ভোটের অধিকার নেই।

ভোট দিতে সক্ষম প্রাপ্তবয়স্কদের মধ্যে ৮ কোটি ৮০ লাখ মানুষ একেবারেই ভোট দেন না, এমনকি জাতীয় নির্বাচনের সময়ও না (২০১২ সালের ভোটারদের পরিসংখ্যান মতে)।

অতিরিক্ত আরও ৭ কোটি ৩০ লাখ মানুষ অঙ্গরাজ্যগুলোর প্রাথমিক নির্বাচনে ভোট দেয় নি। কিন্তু হয়তোবা নভেম্বরের সাধারণ নির্বাচনে দেবেন। যদিও যারা প্রাথমিকে ভোট দেন না তাদের একটা সামান্য অংশই সাধারণ নির্বাচনে অংশ নেন।

তহলে ৩২ কোটির মধ্যে বাকি রইলো ৬ কোটি। যে ৬ কোটি মানুষ প্রাথমিকে ভোট দিয়েছেন তাদের মধ্যে ৩ কোটি রিপাবলিকান, বাকি ৩ কোটি ডেমোক্র্যাট।

কিন্তু মজার বিষয় হচ্ছে, এই প্রাথমিক ভোটারদের অর্ধেকরাই প্রত্যকে দলের অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পছন্দ করেন। প্রাপ্তবয়স্কের মাত্র ১৪ শতাংশ- যেটা কিনা দেশের মোট জনসংখ্যার মাত্র ৯ শতাংশ- ভোট দিয়েছেন ট্রাম্প কিংবা হিলারিকে।

তথ্যসূত্র : নিউইয়র্ক টাইমস

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.