যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে ‘পিশাচ’ বলে উল্লেখ করেছেন। এর আগে তাকে ‘কুটিল নারী’ বলে উল্লেখ করতেন। ব্যক্তিগত আক্রমনে এবার নতুন শব্দ যোগ হলো।
সোমবার রাতে পেনসিলভানিয়ায় সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাসনে ট্রাম্প বলেন, হিলারি একজন পিশাচ আর বার্নি স্যান্ডার্স তার সমর্থকদের হিলারির কাছে বিক্রি করে দিয়েছেন।
ট্রাম্প বলেন, ‘একটা পিশাচের সঙ্গে চুক্তি করেছেন বার্নি।
বক্তৃতায় বেশ কয়েকবার হিলারিকে এই শব্দে ব্যক্তিগত আক্রমন করতে থাকেন ট্রাম্প।
এর আগেও গত শুক্রবার কলোরাডোতে একটি স্থানীয় টেলিভিশনকে দেওয়া বক্তৃতায়ও হিলারির বিরুদ্ধে একই শব্দ ব্যবহার করেন ডনাল্ড ট্রাম্প।